
খাগড়াছড়ির রামগড়ে বয়োবৃদ্ধ মা আমেনা বেগম (৯০) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার (৪০)-কে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। প্রায় ১৫ বছর পূর্বে আমেনা বেগমের স্বামী মারা যান। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে ঘটনাস্থলে বসবাস করছিলেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, "গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল। সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।"
সর্বশেষ খবর