
ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে ভোলার একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী জাকির হোসেন।
লিখিত বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, একই গ্রামের মৃত হারেজ খানের ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদার টাকা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে আমির হোসেন।
তিনি দাবি করেন, “আমাকে হত্যার জন্য দক্ষিণ দিঘলদীর রায়হান নামের এক যুবককে ৫ লাখ টাকা দেওয়ার অফার করেছে আমির হোসেন। যেকোনো সময় আমার ওপর হামলা হতে পারে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত আমির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, “জাকির হোসেনের কাছে আমার টাকা পাওনা রয়েছে। টাকা না দেওয়ার জন্য সে সাজানো চাঁদাবাজির অভিযোগ এনে আমার সম্মানহানির চেষ্টা করছে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর