
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নির্মিত বহু প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের মাত্র একদিন পরই নিরাপত্তাহীনতায় পড়েছে।
বুধবার উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার রাতে সেতুর ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুতের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে এবং নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ শুরু করেছে। পাশাপাশি সেতুর নিরাপত্তা জোরদার করতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। ইতোমধ্যেই অস্থায়ীভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, সেতুটি শুধু সড়ক যোগাযোগের মাধ্যম নয়, বরং দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ সেতু ঘুরতে আসছেন। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, ‘চুরির ঘটনায় দুষ্কৃতিকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত নতুন বিদ্যুৎ সংযোগও দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর