
টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এই খেলার আয়োজন করে। খেলায় সাভার স্পোর্টস একাডেমি ঢাকা ও গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ অংশগ্রহণ করে।
নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. শরিফ উদ্দিন আরজু। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম খেলাটি উদ্বোধন করেন।
খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ শহিদুর রহমান শহিদ, ছাত্রদলের সদস্য সচিব মনির এবং ভাদ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়রা কুমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমজান আলী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নাজমুল ইসলাম (সূর্য্য মাষ্টার), বিশিষ্ট ব্যবসায়ী জয়েন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জব্বার মল্লিক, সারোটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম প্রমুখ। এ সময় ভাদ্রা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন। টানটান উত্তেজনার পর খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে সাভার স্পোর্টস একাডেমিকে হারিয়ে গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ বিজয় লাভ করে।
সর্বশেষ খবর