
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. খালেক মন্ডল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আ: হামিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. তাজ উদ্দিনকে আহ্বায়ক, আব্দুর রউফ মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং ফজলুল হককে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য চার সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া, মো. আবুল হোসেন, আব্দুল হালিম সিকদার ও নাজিম উদ্দিন দেওয়ান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর