
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে বর্ষার ভাসমান পানিতে ডুবে গণন দাস (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ঐ গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে।
পরিবার সুত্রে জানা যায় দুপুরে বাড়ির আড়াঁয় (গ্রাম প্রতিরক্ষা বাঁধ) সামনে খেলাধুলা করার সময়, সবার অজান্তে গগন পানিতে পড়ে যায়। দীর্ঘসময় ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোজাখুঁজি শুরু করেন। পরে হাওরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাউছার আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর