
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই ভাই দীরেন্দ্র ঘোষ (৬৫) ও বিরেন্দ্র ঘোষ (৪৫) এর মধ্যে ছোট ভাই বীরেন্দ্র ঘোষের লাশ ২০ ঘন্টা পর উদ্ধার। নিখোঁজ দুই সহোদর ধনপুর ইউনিয়নের সহিলা ঘোষপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র ঘোষের ছেলে।
ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল জানান, গতকাল বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আপন দুইভাই বাড়ির পাশে ধনু নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে সন্ধান করে ইটনা থানাকে অবহিত করেন।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ৩টার দিকে ছোট ভাই বীরেন্দ্র ঘোষের লাশ স্থানীয়রা পানিতে জাল ফেলে মৃত উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ভাই ধীরেন্দ্র ঘোষের লাশের খুঁজ অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর