
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিপ্লবী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস সংলগ্ন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের পাঁচ রাস্তা মোড় হয়ে সাদ্দাম বাজারসহ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রম করে মজমপুর ট্রাফিক মোড়ে অবস্থান নেয় এবং মহাসড়ক অবরোধ করে। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী অভিমুখী সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ঢাকায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির অতর্কিত হামলায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহত হন। এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা গণঅধিকার (জিওপি) সাধারণ সম্পাদক আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এনসিপির পক্ষে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা নাগরিক কমিটির প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল, জান্নাতুল টনি, শরীফুল ইসলাম সবুজ, কুমারখালি প্রতিনিধি কে এম আর শাহিন, তাসের, মিরপুর প্রতিনিধি বুলবুল আহমেদ, ভেড়ামারা প্রতিনিধি শোভন আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ছাত্রনেতা সুজন, শ্রেষ্ঠ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ-এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর গণঅধিকার পরিষদের সভাপতি এম এ সাহেদ ভিপি রঞ্জু, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আরিফ, নাজিম, জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মিনহাজুল আবেদীন পাপ্পু, সদস্য বাধন এজাজ। জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, সদস্য আশিকুর রহমান এবং ছাত্রনেতা বিপ্লব হোসেন, রাফিদ, তনয় সহ আরও অনেকে বক্তব্য দেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল 'আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে', 'নুরের ওপর হামলা কেন; প্রশাসন জবাব চাই', 'দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই' ইত্যাদি।
ঘন্টাব্যাপী কর্মসূচি শেষে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচিতে মজমপুর গেটে মহাসড়ক অবরোধের খবরে পুলিশ সেখানে অবস্থান নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আন্দোলনকারীরা মহাসড়ক ত্যাগ করেন। পরে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর