
রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি মোঃ নুরুল হুদা মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ তরুণদের হাত ধরেই গড়ে উঠবে। তিনি আরও বলেন, জুলাই-আগস্টের চেতনাকে লালন করে তরুণ ও মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তোমাদের হাত ধরেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তাই তোমাদের সৎ, আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তিনি শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
কিশোরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে সভাপতি আল মোজাহিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আফরান বিপ্লবের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্, নীলফামারী জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ তাজমুল হাসান। আরও বক্তব্য রাখেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, ডা: মেহেদী হাসান নেবেল প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিবিরের সাথী মোজাহিদ। পরে কিশোরগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী।
সর্বশেষ খবর