
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি দোকানে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে দোকানের মালিকসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় সদর ইউনিয়নের বাংলা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আটককৃতদের পৃথক পৃথক বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফ্ল্যাক্সিলোডের ওই দোকানে ওয়াইফাই সংযোগ ভাড়া ও মোবাইলে টাকা লোড দিয়ে নিয়মিত উঠতি বয়সী যুবকদের নিয়ে রাতের বেলা অনলাইন জুয়ার আসর বসতো। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশসহ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয় দোকানের মালিক আতিকুল ইসলাম (২৪) এবং অনলাইন জুয়াড়ি মিন্টুকে (২৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
আতিকুল ইসলাম ছিট রাজিব বাংলা বাজার গ্রামের সাইয়াদার রহমানের ছেলে এবং মিন্টু একই গ্রামের রোস্তম আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, নিয়মিত অনলাইন জুয়ার আসর বসানোর দায়ে দোকান মালিক আতিকুল ইসলামকে দুই মাস এবং জুয়া খেলার অপরাধে মিন্টুকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সর্বশেষ খবর