
আরও একটি হতাশার রাতে ভরাডুবির স্বীকার হলো লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে মায়ামি।
বাংলাদেশ সময় সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত হয় শিরোপা নির্ধারণী ম্যাচটি। পরিসংখ্যান—বল দখল, পাস কিংবা আক্রমণ—সবক্ষেত্রেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল মায়ামি। তবে অন-টার্গেটে একটিও শট নিতে না পারায় গোলশূন্য থেকে যায় তারা।
খেলার ২৬ মিনিটেই সিয়াটেলকে এগিয়ে দেন ডি রোসারিও। সতীর্থের ক্রসে দুর্দান্ত হেডে জাল খুঁজে পান তিনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
বিরতির পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল মায়ামি। লুইস সুয়ারেজের পাস পেয়ে গোলরক্ষকের মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পোস্টের ওপর দিয়ে শট মারেন আর্জেন্টাইন তারকা।
শেষ মুহূর্তে এসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সিয়াটেল। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলেক্স রোলড্যান। আর নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে গোল করে ব্যবধান বাড়ান পল রথরক। ৩-০ ব্যবধানে জয় নিয়ে লিগস কাপের শিরোপা উৎসবে মেতে ওঠে সিয়াটেল সাউন্ডার্স।
এই হারে আরও দীর্ঘ হলো মেসির শিরোপা খরা। সবশেষ তিনি ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন। ফলে ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো আর্জেন্টাইন মহাতারকার।
সর্বশেষ খবর