
ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
মো. আল আমিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী স্থপতি মোজাহিদ বেগ। প্রতিযোগিতায় ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ এলাকার বিভিন্ন জায়গা থেকে ছোট-বড় মোট ১৬টি বাইচের নৌকা অংশগ্রহণ করে।
স্থানীয় এলাকাবাসীসহ আশপাশের এলাকার কয়েক হাজার দর্শক বিলের পাড়ে দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ করেন। বাইচ উপলক্ষে বিলের পাড়ে একটি গ্রামীণ মেলা বসে। ব্যবসায়ীরা বিভিন্ন রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বাইচের আয়োজন করা হয়।
বাইচ শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী ১৬টি দলের মধ্যে ৮টি ফ্রিজ ও ৮টি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর