
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আনিসুল হক বলেছেন, "হাওরাঞ্চলে মানুষ, এদেশের মানুষ পিআর বোঝে না, তারা একটি ভোট দিয়ে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে চায়। যিনি আগামী পাঁচ বছর সুখে-দুঃখে, বিপদে-আপদে সব সময় পাশে থাকবেন।" মঙ্গলবার দুপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে আনিসুল হক আরও বলেন, "এই অঞ্চল থেকে আপনাদের ভালোবাসা নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনসহ সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে। আর আপনারাও এই সম্মেলনে যোগ্য, ত্যাগী ও সুখে-দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থী নির্বাচন করবেন।"
তিনি আরও বলেন, "যারা পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) চায়, তারা দেখেছেন ১৯৯১ সালে বিএনপির সাথে নির্বাচন করে কত ভোট পেয়েছেন। আপনারা আমাদের মা বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময় বলেছেন, আপনারা বিএনপির শুভাকাঙ্ক্ষী প্রিয়জন। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের সাথে আলোচনা করেছেন, সে অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান এই নেতা।"
উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক লায়েছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাহিদ আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির, তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, সদস্য সচিব জুনাব আলী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, আবুল হুদা, যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর