
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই নাজিরপাড়া ও সন্ধ্যায় মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোড়াই নাজিরপাড়া থেকে ২ কেজি গাঁজাসহ আন্না বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার খন্দকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। এছাড়া মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী সওদাগর পাড়ায় মাদক কেনা বেচার সময় ২০০ গ্রাম গাঁজাসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পুষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামের ইনসান আলীর ছেলে বিকু (৮২), পৌরসভার বাইমহাটী আদালত পাড়ার আব্দুল খালেক এর ছেলে ইমরান দেওয়ান এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে জিসান আহমেদ।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর