
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে ফারুক হোসেন (৫০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত ফারুক হোসেন ক্ষেতলাল উপজেলার হারুঞ্জা গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক হোসেন পুরানাপৈল রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরই সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও মন্তব্য করেন তিনি।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর