
ছোটখাটো দাবির কারণে যদি সময়মতো নির্বাচন না হয় এবং ফ্যাসিবাদী হাসিনার ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়, তবে সবচেয়ে বড় খেসারত এই বৈষম্যবিরোধীদেরই দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন নির্বাচন প্রসব বেদনায় ভুগছে, যতক্ষণ না একটি নির্বাচন হচ্ছে, মানুষের উৎকণ্ঠা কাটবে না। কয়েকটি দলের পিআরের দাবির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আমার দেশের মানুষ পাত্র না দেখে যেমন মেয়ের বিয়ে দেয় না, প্রার্থী না দেখেও ভোটকেন্দ্রে আসবে না।
এ সময় প্রধান বক্তা বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে এখনো ষড়যন্ত্র চলছে। দেশে আর কোনো ষড়যন্ত্র হতে দেবো না, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে লুটপাট করে খেয়েছে। এখন আবার নতুন করে ’২৪-এর চেতনা বিক্রি শুরু হয়েছে। কিন্তু ’২৪ কারো একার না, এটি বাংলাদেশের মানুষের সম্মিলিত চেষ্টার সফলতা।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর