
নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী মগড়া নদী বর্তমানে মারাত্মক দূষণ ও দখল সংকটে পড়েছে। এ পরিস্থিতি থেকে নদীটিকে রক্ষা করার দাবিতে শনিবার শহরে অনুষ্ঠিত হয়েছে গণস্বাক্ষর অভিযান।
এ কর্মসূচির আয়োজন করে নেত্রকোণার সচেতন নাগরিক, নেটওয়ার্ক মেম্বার বেলা, স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ, এআরএফবি'র চেয়ারম্যান দিলওয়ার খান, সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী ও স্বেচ্ছাসেবক গন ।
স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে গিয়ে মগড়া নদী দূষণ ও দখলমুক্ত করার বিষয়ে সচেতনতা তৈরি করেন। অনেকেই একমত হয়ে স্বাক্ষর প্রদান করেন।
আয়োজকরা জানান, মগড়া নদী রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ দাবি সরকারকে জানানো হবে এবং নদীটিকে টিকিয়ে রাখতে আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর