
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামি আবু তাহের (৫০) নামে এক কাজী কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান।
পুলিশ জানায়,আদালতে দায়ের করা একটি ধর্ষণ মামলায় আবু তাহেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ছনকান্দা মিলনবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন,আবু তাহের কাজী বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তিনি ফুলবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও ইউনিয়ন ওলামালীগের সভাপতি। রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ খবর