
এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। ভারতের রাজগিরীতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে ৬-১ গোলের বড় হারে লাল-সবুজের প্রতিনিধিদের শেষ হলো এবারের আসর। ফলে সরাসরি বিশ্বকাপ বাছাই নিশ্চিত করা সম্ভব হয়নি বাংলাদেশের।
জাপান এশিয়া কাপে পঞ্চম স্থান নিশ্চিত করায় সরাসরি বিশ্বকাপ বাছাই খেলবে। অন্যদিকে ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে হবে। পাকিস্তান রাজনৈতিক কারণে এবারের এশিয়া কাপে অংশ নেয়নি। তাই এশিয়ান হকি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ষষ্ঠ দল বাংলাদেশের সঙ্গে প্লে-অফে খেলবে পাকিস্তান। তবে সিরিজের ভেন্যু ও সময় এখনো নির্ধারণ করা হয়নি।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। রানার্সআপ থেকে পঞ্চম স্থান পাওয়া দলগুলো বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে। প্লে-অফ সিরিজের জয়ী দলও সেই বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। তবে বিশ্বকাপ বাছাইপর্বের ফরম্যাট ও ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আয়োজক কর্তৃপক্ষ।
আজ জাপানের বিপক্ষে ম্যাচে শুরুর দিকে বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করে এবং পেনাল্টি কর্নারের সুযোগও পেয়েছিল। তবে গোল না পাওয়ার পর প্রথম কোয়ার্টারেই দুই গোল হজম করে বসে। দ্বিতীয় কোয়ার্টারে গোল শূন্য থাকলেও তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল খায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারের শুরুতে জাপান পঞ্চম গোল করে ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলে।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। তবে তার গোলে ব্যবধান কমার তিন মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে জাপান। শেষ পর্যন্ত ৬-১ গোলের ব্যবধানে হেরে ষষ্ঠ হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। এখন বাংলাদেশের সামনে একমাত্র লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ জয় নিশ্চিত করে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়া।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর