
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় আব্দুস ছামাদ নামের এক সাবডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।
এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার কিনতে এলে গাবতলা বাজারের সাবডিলার ও সাহাজাদী ট্রেডার্স-এর মালিক সরকার-নির্ধারিত দাম ১৩৫০ টাকার পরিবর্তে এক বস্তা (৫০ কেজি) ইউরিয়া সার ১৮০০ টাকা রাখেন। দাম বেশি রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সঙ্গে ডিলারের লোকজনের বাকবিতণ্ডা বাঁধে। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ইউনিয়নটির উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে এলে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে, এমন অভিযোগ তাঁদের কাছে রয়েছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর