
ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারির সঙ্গে এক যুবতীর ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন এক যুবতী। এ সময় পেছন থেকে এক ছিনতাইকারি মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই যুবতী তার জামা ঝাপটে ধরে আটকে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে ছিনতাইকারির ঘুসিতে তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারি পালিয়ে যায়।
রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টা ৪২ মিনিটের দিকে ময়মনসিংহ নগরীর বুড়াপীরের মাজার-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় ভুক্তভোগী যুবতীর সঙ্গে ছিনতাইকারির ধস্তাধস্তির দৃশ্যটি সড়ক-সংলগ্ন একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সাহসিকতার প্রশংসার পাশাপাশি ছিনতাইকারিদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের দাবি জানান নেটিজেনরা।
ভুক্তভোগী ওই যুবতীর নাম সাথী বকশি। তিনি নগরীর কালীবাড়ী এলাকার বাসিন্দা বিমল বসুর মেয়ে। বতর্মানে তিনি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে সমাজবিজ্ঞানে মাস্টার্সের শিক্ষার্থী।
সোমবার রাতে সাথী বকশি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নগরীর বুড়াপীরের মাজার-সংলগ্ন সেন্টাল কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলাম। এ সময় পেছন থেকে এক ছিনতাইকারি আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক আমি তাকে ঝাপটে ধরি। কিন্তু এক পর্যায়ে ছিনতাইকারি আমার চোখে ঘুসি দিয়ে আমাকে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অনলাইনে থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে সাথী বকশি বলেন, ছিনতাইকারির ঘুসিতে আমার চোখে মারাত্মক আঘাত লেগেছে। এরপর আমি চিকিৎসা নিয়েছি। কিন্তু চোখে প্রচণ্ড ব্যথা রয়েছে, তাকাতে কষ্ট হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনাটি ময়মনসিংহ নগরীর বুড়াপীর মাজার এলাকার বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি খতিয়ে দেখে জড়িত ছিনতাইকারিকে শনাক্ত করতে পুলিশের একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর