
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের সমালোচনার জায়গা ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট। সেই উইকেটের প্রধান দায়িত্বে থাকা শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে অবশেষে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৫ বছর ধরে মিরপুরে দায়িত্ব পালন করার পর তাকে এবার বদলি করা হয়েছে রাজশাহীতে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে গামিনি রাজশাহী স্টেডিয়ামে কিউরেটরের দায়িত্ব পালন করবেন।
২০১০ সালে বিসিবির পিচ কিউরেটর হিসেবে যোগ দেন গামিনি। তার অধীনে মিরপুরের উইকেট বারবার সমালোচিত হয়েছে ধীরগতির ও ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতাহীনতার কারণে। বিশেষ করে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে উইকেটের মানহীনতা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের কোচ ও অধিনায়ক।
এ ঘটনার পরই নড়ে বসে বিসিবি। কয়েকদিন আগেই টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে। নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি মিরপুরে কাজ শুরু করেছেন। উইকেটের মানোন্নয়ন এবং স্থানীয় কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও তার ওপর অর্পিত হয়েছে।
দীর্ঘ সমালোচনার পর এবার মিরপুরের উইকেটে কতটা পরিবর্তন আসে, সেটিই এখন ক্রীড়াঙ্গনে আলোচনার বিষয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর