
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ২৭ বল খেলে উড়িয়ে দিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (১০ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক। ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আমিরাতের ব্যাটাররা। মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয় তারা।
জবাবে, ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ভারতীয়রা। অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আক্রমণের সূচনা করেন। যদিও তিনি ১৬ বলে ৩০ রান করে আউট হন জুনাইদ সিদ্দিকীর বলে। এরপর শুভমান গিল (৯ বলে অপরাজিত ২০) ও সূর্যকুমার যাদব (২ বলে অপরাজিত ৭) দ্রুত কাজ শেষ করেন। মাত্র ৪.৩ ওভারেই জয় নিশ্চিত করে ভারত।
এর আগে আমিরাতের ব্যাটিংয়ে একমাত্র ওপেনার আলিশান শারাফু কিছুটা প্রতিরোধ গড়েন। তিনি করেন ১৭ বলে ২২ রান। তবে অন্য প্রান্তে ছিল ধস। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান করলেও বাকিদের ব্যর্থতা দলকে বড় লজ্জার মুখে ফেলে। মাত্র দুই ওপেনার ছাড়া কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কে।
ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৪ উইকেট তুলে নেন। শিভম দুবে নেন ৩ উইকেট। এছাড়া ভরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরাহ শিকার করেন ১টি করে উইকেট।
মাত্র ৫৭ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ২৭ বলেই ম্যাচ জিতে নেয় ভারত। এ জয়ের ফলে এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করল ভারতীয় ক্রিকেট দল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর