
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন, ত্যাগ আর সংগ্রামের বিনিময়েই শেখ হাসিনার পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন নাটোর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তিনি বলেন, “দেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন, বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে, এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে।” বৃহস্পতিবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
১/১১ এর স্মৃতি টেনে পাপিয়া বলেন, ২০০৭ সালের ১/১১-তে তৎকালীন সেনাসমর্থিত মইন উদ্দিন-ফখর উদ্দিনের সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করেও শান্তি পায়নি। বরং তখন তাঁর দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে গ্রেপ্তার করে নির্মম নির্যাতনের শিকার করা হয়। সেই দুঃসময় স্মরণ করে পাপিয়া বলেন, “স্বামী হারা বেগম খালেদা জিয়া একদিকে কারাবরণ করেছেন, অন্যদিকে সন্তানদের নির্বাসনে পাঠিয়ে একাকী জীবন কাটিয়েছেন। সেই ত্যাগের ফসলই আজকের নতুন বাংলাদেশ।”
অ্যাড. পাপিয়া বলেন, “আমি লালপুর-বাগাতিপাড়ারই সন্তান। এখানকার আলো-বাতাসে বড় হয়েছি। উড়ে এসে জুড়ে বসিনি। ১৯৮৫ সালে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুল মাঠে এরশাদের প্রোগ্রাম আমি নিজেই বন্ধ করেছিলাম। রাজনীতির মধু খেতে আসিনি, উত্তরাধিকার সূত্রে পদ কুক্ষিগত করতেও আসিনি। মানুষের ভালোবাসার টানে আমি রাজনীতি করি।” তিনি আরও যোগ করেন, “দল আমাকে মনোনয়ন দেবে কি না সেটা দলের ব্যাপার। তবে মাঠের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক কোনো আইন দিয়ে ছিন্ন করা যাবে না। মন্ত্রী না হলেও, নমিনেশন না পেলেও আমি জনগণের হৃদয়ে থাকব।”
বক্তৃতার একপর্যায়ে তিনি স্মৃতিচারণ করেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রার। তিনি বলেন, “ত্রিশ বছর বয়সে দেশনেত্রী খালেদা জিয়া সাদা কাপড়ে সারা দেশে ছুটে বেড়াতেন। তাঁর সহযোদ্ধা হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। লাখো মানুষের ভিড়ে যখন দেশনেত্রী আমাকে ‘পাপিয়া’ বলে ডাকেন, তখন মনে হয় বাংলাদেশের মন্ত্রীত্ব আমার কাছে তুচ্ছ।”
মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনার জবাবে তিনি বলেন, “আজকে অনেকে বলেন, নমিনেশনের চিঠি ড্রাফট হয়ে গেছে, শুধু খামে আসতে দেরি। আমি তাদের বলতে চাই, আমি জনগণের মাঠে থাকব, মানুষের হৃদয়ে থাকব। তবে আমি সেই ঘোষণাটা শুনতে চাই, চিঠিটা দেখতে চাই।”
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতার পুরো সময় জুড়ে মাঠে উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর