
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ পানছড়ি উপজেলার রেজামণি পাড়া ও কারিগরপাড়া। দীর্ঘদিন ধরেই এ দুই গ্রামের ১২০টি পরিবার ছিল বিশুদ্ধ পানির অভাবে জর্জরিত। ঝিরি ও স্থানীয় কূপ থেকে পানি সংগ্রহ করেই চলতো তাদের জীবনযাত্রা। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সৌর বিদ্যুৎচালিত টেকসই পানি সরবরাহ প্রকল্প চালু হওয়ায় আজ হাসি ফুটেছে এলাকার সাধারণ মানুষের মুখে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান'র উপহার স্বরুপ স্থায়ীভাবে সৌরবিদ্যুৎচালিত বিশুদ্ধ খাবার পানির আওতায় আসলো ১২০ পরিবার।
চলতি বছরের ২৯ মার্চ সেনাবাহিনী প্রধান রেজামণি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে স্থানীয় জনগণের নানা সমস্যা শোনেন। মেম্বার, কারবারি ও সাধারণ মানুষের বক্তব্য শুনে তাদের জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। এরই ধারাবাহিকতায় এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সৌরবিদ্যুৎচালিত বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমএস, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রেজামনি পাড়া ও কারিগর পাড়ার সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ প্রকল্প তার উদাহরণ। আমরা এক হয়ে কাজ করতে পারলে উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। আমাদের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। '
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর