কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল গোলাম সরোয়ারের পরিবার। পথে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারায়।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করেন। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে। সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও মোটামুটি সুস্থ রয়েছেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ। বাকি দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
রার/সা.এ
সর্বশেষ খবর