
রাজবাড়ীর পাংশায় সকালে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতকে চিনে ফেলায় বাড়ির মালিক ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত ব্যবসায়ী কামরুজ্জামানকে প্রথমে পাংশা সরকারি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের হাসিনা মঞ্জিলে এই ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করছে।
ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানের স্ত্রী বলেন, "আমার ডায়াবেটিস, প্রতিদিন সকালে হাঁটি। আজও গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন, অনেক রক্ত। পরে আমাকে বলেন, আজাদের ছেলে মিরাজসহ কয়েকজন ডাকাতি করে সব নিয়ে গেছে। আমি উঠতেই আমাকে হাতুড়ি দিয়ে মারধর করেছে হত্যা করার জন্য।" তিনি আরও বলেন, প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে।
স্থানীয়রা এই ঘটনার বিচার চেয়ে বলেন, "দিনের আলোয় এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। আমরা এর বিচার চাই।"
পাংশা মডেল থানার এসআই শাওন বলেন, "বিষয়টা জানবার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, "এটা ডাকাতি না, তবে মারামারি হয়েছে। টাকা ও স্বর্ণ নিয়েছে বলে শুনছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর