নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলামের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্ব্যবহার এবং বাংলোতে বসে নেশাপান করার অভিযোগে অবিলম্বে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মানবন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালি ইউনিট।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নোয়াখালি প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আমরা নোয়াখালীর সাধারণ জনগণ, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিতভাবে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত
করেছেন।
এছাড়াও, তিনি অফিসের দায়িত্বকালীন সময়ে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তাদের চরমভাবে লাঞ্ছিত করেছেন। তার বিরুদ্ধে বাংলোতে বসে নিয়মিতভাবে নেশাপান করারও গুরুতর অভিযোগ উঠেছে, যা একজন সরকারি কর্মকর্তার জন্য চরম অনৈতিক ও অগ্রহণযোগ্য আচরণ।
এই ধরনের কর্মকাণ্ডে শুধু সরকারি অর্থ ও সম্পদের অপচয়ই হচ্ছে না, বরং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ অবমাননার শিকার হচ্ছেন।
আমরা অবিলম্বে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং নোয়াখালী থেকে অবিলম্বে তাকে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।
দাবিসমূহ :
১. মোঃ সাইফুল ইসলামকে নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্ব্যবহার এবং বাংলোতে নেশাপান করার অভিযোগে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর