
সাংগঠনিক কর্মকান্ডে নিষ্ক্রিয়তার অভিযোগে মানিকগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল (১১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা থাকার প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির ৬ জনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এরা হলেন- আহবায়ক কমিটির ২১ নং সদস্য মশিউর রহমান বুলবুল, ২৯ নং সদস্য মোঃ সাগর আহমেদ, ৩১ নং সদস্য এডভোকেট নাজমুল হোসেন, ৩৫ নং সদস্য মিলন মৃধা, ৩৮ নং সদস্য মো. আল আমিন হোসেন, ৪৮ নং সদস্য কাজিম উদ্দিন।
এবিষয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেকেন্দার বলেন, গতকাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলীয় মত বিনিময় সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের বিরুদ্ধে দল এ সিদ্ধান্ত নিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর