
কুমিল্লার দেবিদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো জারিফ (২) ও নাবিলা (২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। জারিফ চান্দপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র এবং নাবিলা সোহাগ হোসেনের কন্যা। আব্দুল জলিল ও সোহাগ হোসেন আপন ভাই এবং তারা চান্দপুর গ্রামের মোসলেম উদ্দিনের বড় ও মেজ ছেলে।
ঘটনাটি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের (হাকীম হুজুরের বাড়িতে) নিজ পুকুরে ঘটে। নিহত দুই শিশুর চাচা সাকিব জানান, সকাল ১০টার দিকে তিনি বাড়িতে নাস্তা খেতে এসে দেখেন জারিফ ও নাবিলা উঠানে খেলাধুলা করছে। নাস্তা খেয়ে বাড়ি থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি খবর পান তার ভাতিজা ও ভাতিজী নিখোঁজ। পরে পুকুরের পানিতে তাদের ডুবে যাওয়ার খবর পান।
দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি বিশ্বাস করতে না পেরে পরিবার সদস্যরা তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসকও তাদের মৃত ঘোষণা করেন। এরপর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও তাদের মৃত ঘোষণা করেন। অনেক চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি বলে জানান পরিবারের সদস্যরা।
এই ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের মাতম চলছে। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোঃ ইলিয়াস জানান, ঘটনার বিষয়ে তাদের কেউ অবগত করেনি। যদি নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর