বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেছে। দেশ নিয়ে যারা আগেও ষড়যন্ত্র করেছে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই কামিয়াব হবেনা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ছিটমামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজার বাবা হাজী হোসেন উদ্দিন শিকদাররের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অর্ধবেলার ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন চিকিৎসক তিন শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতায় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর