
আজ রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তিন দিনের অভিন্ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এসব দলের দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।
প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, যদিও পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। জামায়াত ছাড়াও অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাগপা।
জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এছাড়া, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস বিকালে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ তাদের দাবির সমর্থনে জাগপাও আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। একই দিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
দাবি আদায়ের লক্ষ্যে দলগুলো ইতিমধ্যে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মাধ্যমে সাতটি দল নিজেদের দাবিগুলোর প্রতি সরকার ও জনগণের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর