
নীলফামারীর কিশোরগঞ্জে টাইফয়েড টিকা পাবেন ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৬৮,৮৯৩ শিশু। উপজেলা স্বাস্থ্য বিভাগ হলরুমে অনুষ্ঠিত এক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব এই তথ্য জানান। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ, ওসি আশরাফুল ইসলাম, শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে টাইফয়েড টিকা সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ।
প্রেজেন্টেশনে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবসব্যাপী এই টিকা প্রদান করা হবে। ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী এবং প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশু এই টিকা পাবে। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন জানান, উপজেলায় ৬৮ হাজার ৮৯৩ শিশু টাইফয়েড টিকা পাবে। এ জন্য সকল বিদ্যালয়, মাদ্রাসা, এতিমখানা এবং কমিউনিটিতে টিকার রেজিস্ট্রেশন চলছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর