
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, কিশোরগঞ্জকে শেখ হাসিনা দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছিলেন। ডিসি, এসপি, ওসি, এমন কোন কর্মকর্তা ছিলো না, বাছাই করে কিশোরগঞ্জে দেওয়া হতো। যাতে এখানে বিরোধীরা কোন আন্দোলন করতে না পারে। তারপরেও আন্দোলন হয়েছে।
এখন সময় হয়েছে আন্দোলনের ফসল ঘরে তোলার। কিশোরগঞ্জের সবকটি আসন তারেক রহমানের হাতে আমরা উপহার দিতে পারব। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য দলে ঐক্য থাকতে হবে।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা এনেছিলাম, সেই টোটাল নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন। এই জন্যে হলেও উনার কমপক্ষে এক হাজার বছরের সাজা হওয়া উচিত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যদের মধ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, সদস্য লায়লা বেগম ও শেখ মুজিবুর রহমান ইকবাল। জেলার নেতাদের মধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, এডভোকেট মো. শরীফুল ইসলাম, আজিজুল ইসলাম দুলাল, ইসমাইল হোসেন মধু ও রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মবিন, এডভোকেট আমিনুল ইসলাম রতন ও এডভোকেট বদরুল মোমেন মিঠু, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল মিঞা ও আমিনুল ইসলাম আশফাক এবং অন্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের মধ্যে জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান উজ্জ্বল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক মো. ইকরাম হোসেন বক্তব্য রাখেন।
এর আগে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা এবং ৮টি পৌর শাখার নেতাকর্মী এবং সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল এলাকা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা সম্মেলনে অংশ নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর