
বিবিসি বাংলার এক সংবাদের উদ্ধৃতি দিয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল এই দুজনকে সামনে রেখে এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে সঙ্গে রেখে আওয়ামী লীগ পুনর্গঠন করার চেষ্টা করবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার প্ল্যান ছিল আরো পাঁচ বছর দেশ চালাবেন। পাঁচ বছর বসে বসে পুতুলকে ট্রেনিং দিতেন কিভাবে তার মায়ের পরে বাংলাদেশের ১২টা বাজানো যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন পুতুল।
এরই মধ্যে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তাকে মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে এ পদ থেকে। সেই বাড়াভাতে ছাই পড়েছে।’
সম্প্রতি ড. জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন।
রাজনৈতিক এই বিশ্লেষক বলেন, ‘এখন পুতুল ফ্রি। তাই জয় ও পুতুলকে সামনে রেখেই তারা দল পুনর্গঠনের চেষ্টা করবে। যদিও অনেক দিন থেকেই জয়কে সামনে আনার চেষ্টা করছিলেন শেখ হাসিনা। তবে উদ্ভট হাস্যকর সব কাণ্ডকীর্তির বাইরে তেমন কিছু করতে পারেননি জয়।
এমনকি এখনো তিনি সোশ্যাল মিডিয়াতে তার দলের মুখপাত্র হিসেবে যা বলেন, যা লেখেন, যা শেয়ার করেন। তিনি যে একটা স্টুপিড, এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাই এই স্টুপিড দিয়ে দলের পুনর্গঠন কিভাবে হবে, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।’
ড. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা সত্যিকার অর্থে একটা সমস্যায় পড়েছেন। সেই সমস্যার সমাধান কিভাবে হবে? শেখ হাসিনার সন্তানরা যদি দায়িত্বে আসেন, জনগণের সঙ্গে কমিউনিকেট করা তাদের সঙ্গে কানেক্ট করার ক্ষেত্রে খুব পজিটিভ কিছু হবে না।
একটা দলকে গ্রো করার জন্য এবং ফিউচারে আরো বেশি মানুষের সঙ্গে কানেক্ট হতে শেখ হাসিনার সন্তানরা কোনোভাবেই পজিটিভ নন।’
রার/সা.এ
সর্বশেষ খবর