
দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে শুরু থেকেই ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। কাউন্সিলর তালিকায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের নাম বাদ পড়ায় অনেকে ক্ষুব্ধ হন, যা তৃণমূলে হতাশা ছড়ায়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা থেকে আগত ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাত এগারোটার দিকে সভাপতি পদপ্রার্থী সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ভোট কারচুপির অভিযোগ তোলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করে সমাধান দেন।
পরে রাত ৩টার দিকে ফলাফল প্রকাশ হয়। এতে নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মাজহারুল ইসলাম।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বহুমুখী সমবায় সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রুহুল হোসাইন ও খালেদ সাইফুল্লাহ সোহেল। সেখানে তারা দলীয় ঐক্যের স্বার্থে সব অভিযোগ প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে নবনির্বাচিত সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, "আমরা ব্যক্তিগত লড়াইয়ে বিশ্বাসী নই। বিএনপির বৃহত্তর স্বার্থে ও আগামী জাতীয় নির্বাচনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।" তারা সব স্তরের নেতাকর্মীদের বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
অন্যদিকে নির্বাচিত হওয়ার পর সভাপতি শরীফুল আলম বলেন, "কাউন্সিলররা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি কৃতজ্ঞ।" সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের নেতা-কর্মীদের সহযোগিতা চেয়েছেন দায়িত্ব পালনে।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন, মো. শরিফুল ইসলাম, মনসুর আলম, এ এস এম আজিজুর রহমান ভূঁইয়া, ডা. মোহাম্মদ ইমরান হাসান রকি ও মোকাররম হোসেন শোকরানা।
সম্মেলন ঘিরে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরে উৎসবের আমেজ ছিল। ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেন। স্টেশন রোডে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর