
কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয়তাবাদী শ্রমিক দল ও এলডিপির তিন নেতার মধ্যে দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এলডিপির দুই নেতাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।
তারা হলেন— পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. অলি শেখ ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারি, চাঁদা দাবির ঘটনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন ও এলডিপি এবং তার সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা থানার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশক্রমে তাঁদের দলের সদস্যপদসহ সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সঙ্গে এলডিপি এবং অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর