
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মো. রবিন হোসেন (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে শশীদল বিওপি। গতকাল রাতে উপজেলার সীমান্তবর্তী নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রবিন হোসেনকে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শশীদল বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। খবর পেয়ে শশীদল বিওপি'র জেসিও নায়েব সুবেদার আবু বক্কর সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউপিস্থ নারায়ণপুর এলাকায় অভিযান চালান।
এ সময় নারায়ণপুর এলাকার মেইন পিলার ২০৫৮/৬ এস এর কাছে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাজারের সামনে রাস্তার ওপর থেকে ভারতীয় নাগরিক মো. রবিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিন হোসেন ভারতের বক্সনগর এলাকার গৌরাঙ্গলা (আশাবাড়ি) গ্রামের মো. আব্দুল সালামের ছেলে।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক রবিন হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রবিন হোসেনকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর