
মানিকগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আমেজ। ইতোমধ্যেই জেলায় প্রস্তুত হয়েছে ৫৫৩টি মন্দির। মন্দিরগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকল প্রস্তুতি থাকলেও বেশ কিছু মন্দিরে যাওয়ার ভাঙাচোরা রাস্তায় ভোগান্তিতে পড়তে হতো ভক্তদের। এ পরিস্থিতি মোকাবিলায় সংস্কার ও মেরামতের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে জেলা ছাত্রদল।
দিনব্যাপী তারা মানিকগঞ্জ পৌরসভার ডজন খানেক মন্দিরসংলগ্ন রাস্তা সংস্কারের কাজ করেন। জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করে ছাত্রদল।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা বলেন, পূজার আগে এই ধরনের সংস্কারের কাজ করতো পৌরসভা। কিন্তু এবার তারা কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাছাড়া বর্ষার কারণে রাস্তাঘাটের অবস্থা ছিল বেশ খারাপ। ছাত্রদলের এই উদ্যোগে মন্দিরে আসা-যাওয়া করা ভক্ত ও পুণ্যার্থীরা উপকৃত হবেন। এটি মহৎ ও সম্প্রীতির দৃষ্টান্ত, আমরা এজন্য কৃতজ্ঞ।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, আমরা শুধু রাজনীতি নয়, সমাজ ও জনগণের পাশে থাকতে চাই। পূজার আগে ভক্তদের ভোগান্তি কমাতে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি। আগামীতেও যেকোনো মানবিক কাজে ছাত্রদল পাশে থাকবে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এদেশের প্রতিটি ধর্মীয় উৎসবে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো কাজ করে আসছে। ছাত্রদলের এই উদ্যোগ তারই ধারাবাহিকতা। আমরা চাই মানিকগঞ্জে শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর