
মানিকগঞ্জে 'মন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে'র এবারের নবীন বরণ আয়োজন ছিল ভিন্ন মাত্রার। শুধু গান, কবিতা আর নাচের ভেতর সীমাবদ্ধ না থেকে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল নতুন-পুরাতনের এক সেতুবন্ধনে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় অবস্থিত এই কলেজটিতে নবীন বরণ উৎসব পালন করেছেন প্রতিষ্ঠানটি। উচ্চমাধ্যমিকে ভর্তিরত শিক্ষার্থীদের কলেজের প্রথম দিনটি স্মরণীয় করে রাখতেই কলেজ কর্তৃপক্ষের এ আয়োজন।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে শুধু স্বাগত জানানো নয়, সিনিয়ররা নবীনদের সঙ্গে মিলে তৈরি করে ‘স্বপ্নের দেয়াল’। বড় কাগজে নবীনরা লিখে রাখে নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক, কেউ আবার উদ্যোক্তা। পাশে দাঁড়ানো সিনিয়ররা তাদের লিখে দেয় শুভকামনা ও বাস্তব অভিজ্ঞতার কথা।
অনুষ্ঠানে এক ভিন্ন আয়োজন ছিল 'মেন্টর-ম্যান্টি' পরিচিতি। প্রতিটি নবীন শিক্ষার্থীকে একজন করে সিনিয়রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়, যাতে পড়াশোনা, ক্যাম্পাস কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনায় তারা সহযোগিতা পায়। শিক্ষকরাও প্রশংসা করেন এ উদ্যোগের।
নবীন বরণের সাংস্কৃতিক পর্বে গান, কবিতা, নাটকের পাশাপাশি শিক্ষার্থীরা পরিবেশন করে নাটিকা 'আমার কলেজ, আমার স্বপ্ন', যেখানে দেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তরুণদের পথচলায় আলোকবর্তিকা হয়ে ওঠে।
উপস্থিত অতিথিরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু আনন্দ দেয় না, বরং দায়িত্বশীলতাও শেখায়। কলেজ প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, শিক্ষা শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়, বরং একে অপরকে সহযোগিতা করাই শিক্ষার বড় অংশ। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের জন্য একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নবীন বরণের এই ভিন্নমাত্রিক আয়োজন প্রমাণ করে যে, এখানে শুধু বই পড়ানো হয় না, বরং জীবনের জন্য প্রস্তুত করার উদ্যোগও নেওয়া হয়। নতুন-পুরাতনের এ সেতুবন্ধন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠান শেষে নবীনরা অনুভূতি প্রকাশ করে বলে, তারা নিজেদের আর একা মনে করছে না। কারণ প্রথম দিন থেকেই পাশে পেয়েছে সিনিয়রদের। এই নবীন বরণ তাই শুধু উৎসব নয়, হয়ে উঠেছে নতুন আর পুরাতনের সেতুবন্ধনের অনন্য এক উদাহরণ।
কুশল/সাএ
সর্বশেষ খবর