
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর জেলার বড়াইগ্রামে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূজা উদযাপন কমিটি ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার বলেন, দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে, তাকে কঠোর হস্তে দমন করা হবে।
পরে পুলিশ সুপার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারওয়ার হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাসসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর