
রাজবাড়ীর পাংশা শহরের কলেজ রোডে বিসমিল্লাহ টাওয়ারের দ্বিতীয় তলায় ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা আনুষ্ঠানিকভাবে এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন।
পাংশা ডায়াগনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পাংশা পৌর বিএনপি ও পাংশা বাজার বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, পাংশা কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মণ্ডল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: ফয়জুল ইসলাম, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহেদুজ্জামান ডাবলু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, ব্যাংকার মো: এনামুল হক সুজন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম পলাশ, ডাক্তার এনামুল হক, ডা: রহমত আলী, পাংশা ডায়াগনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পেশ করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
আলোচকরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারটি সেবার মাধ্যমে পাংশাসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করবে।
রার/সা.এ
সর্বশেষ খবর