
পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ, লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার, স্বৈরাচারের দোসর দলের নিষিদ্ধসহ ৫ দফা দাবীর বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়ে হয়ে নীলফামারীর কিশোরগঞ্জ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিকাল সাড়ে ৪ টার দিকে বিক্ষোভে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আশপাশ এলাকা।
স্থানীয় গরু হাট থেকে বিকাল সাড়ে ৪ টার দিকে জামায়াতের একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভটি স্থানীয় পশু হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।
এর আগে বেলা সাড়ে ৩ টায় স্থানীয় গরু হাটে বিক্ষোভ সমাবেশ হয়। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবীতে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম, নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল, সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম, শিব্বির আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, রংপুর মহানগর ছাত্র শিবির সভাপতি নুরুল হুদা, উপজেলা শিবির সভাপতি মুজাহিদ প্রমুখ।
এতে নীলফামারী-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, পিআর পদ্ধতি নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি চলবে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বিক্ষোভ মিছিল করে। এর আগে স্থানীয় স্টেডিয়াম মাঠে সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত প্রার্থী আলহাজ্ব শহিদুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, নীলফামারী জেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি জাকারিয়া হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা সিহাবউদ্দীন, নীলফামারী জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি ইখলাস রহমানি প্রমুখ। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর