
আসন্ন দুর্গোৎসব নিয়ে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, দুর্গোৎসব উপলক্ষ্যে ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এছাড়া পূজারীদের নিয়েও মতবিনিময় সভা করা হয়েছে। মির্জাপুর সৌহার্দ্য সম্প্রীতির একটি উপজেলা। পূর্বের চাইতে পূজারীদের বিশ্বাস ও আস্থা বৃদ্ধি পাওয়ায় এবার পূজা মণ্ডপের সংখ্যাও বেড়েছে। দুর্গোৎসব যেন নির্বিঘœ ও উপভোগ্য হয় সেজন্য আমরা দলীয়ভাবে দায়িত্বশীল ভূমিকা রাখবো। এতে সাংবাদিক সমাজেরও ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে। সবার সম্মিলিত প্রয়াসে আমরা যেন সৌহার্দ্য সম্প্রীতির মির্জাপুরকে সারা বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি।
সভায় উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি আলী এজাজ খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদস্য সোহাগ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহŸায়ক ইমরান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার মির্জাপুর উপজেলার মোট ২৫৮টি মণ্ডপে দুর্গা পূজা আয়োজন হওয়ার কথা রয়েছে। দুর্গা পূজা উপলক্ষ্যে যথারীতি এ উপজেলায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা, বিশিষ্টজন পরিদর্শনের কথা রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর