
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৃহস্পতিবার একটি পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর, গাজীপুর, বিষ্ণুপুর ও দিঘীরপাড় গ্রামে কুকুরটি হঠাৎ প্রবেশ করে নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মাজেদা বেগম (৪০), আবু সাইদ (৫), হামদু মিয়া (৯০), মোঃ আবুল মিয়া (৬০), লুৎফা বেগম (৩০), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২), আসমা বেগম এবং শাকিল মিয়া (৭)। এছাড়া স্থানীয় হাঁস-মুরগি, গরু ও ছাগলও আক্রান্ত হয়েছে।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে কুকুরটি আবারও ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামার গ্রামে প্রবেশ করে আরও ৫ জনকে কামড়ায়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, বেওয়ারিশ কুকুরের কোনো দায়িত্ব প্রাণী সম্পদের নেই, শুধুমাত্র মালিকানাধীন প্রাণীর দায়িত্বই আমাদের অধীনে পড়ে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান জানান, কুকুরটি শুক্রবার সকালে স্থানীয়দের উদ্যোগে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত ভয়ংকরভাবে আক্রমণ করেছে। আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
সর্বশেষ খবর