
গাজীপুরের শ্রীপুরে রাস রিসোর্টে নাটকে অভিনয়ের কথা বলে ডেকে নিয়ে এক অভিনেত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেছে প্রশাসন। এসময় রিসোর্ট থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রিসোর্টটির বৈধ কোনো কাগজ না থাকায় ২ লাখ টাকা জরিমানা করে রিসোর্ট বন্ধ করে দেয় প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম।
এদিকে ঘটনার পর ভুক্তভোগী অভিনেত্রীর অভিযোগের তদন্তে নামে পুলিশ। এসময় ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায় সেখানে। পরে রিসোর্টের কর্মীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় যারা জড়িত মনে হবে তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ওই অভিনেত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ওই নারীকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার পাশাপাশি আপাতত রিসোর্টটি বন্ধ রাখা হয়েছে।
এর আগে, ২১ সেপ্টেম্বর রাতে রাস রিসোর্টে পরিচালকের সঙ্গে শুটিংয়ের কাজে আসেন ভুক্তভোগী অভিনেত্রী। কথা ছিল নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করার। তবে ওই রাতে সেই রিসোর্টে আগে থেকেই উপস্থিত থাকা আরও দুজনকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় অভিনেত্রীকে। দফায় দফায় নির্যাতনের স্বীকার হয়ে চলে যেতে চাইলে হত্যার হুমকি দেয়া হয়। এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল রেখে দেন। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করেন ওই মডেল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর