
টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে চায়ের দোকানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।
শনিবার (২৭ অক্টোবর) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া আবলু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল ও এলাকার লোকজনের সাথে কথা বলে এই হত্যাকান্ডের পেছনের কোন কারণ জানা যায়নি।
ঘটনাস্থলে থাকাদের সাথে কথা বলে জানা গেছে, বেলা আড়াইটার দিকে কাঠ ব্যবসায়ী ফরহাদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মতিয়ার রহমান নামের এক ব্যক্তি তাকে পেছন থেকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মতিয়ার রহমান সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি এলাকায় মাদক ব্যবসা করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
ঘটনা সম্পর্কে নিহতের স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করা হলেও হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তিনিও তাৎক্ষণিকভাব এই হত্যাকান্ডের কোন কারণের ইজ্ঞিত দিতে পারেননি।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, ঘটনার কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর