
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)-এর সঙ্গে টেকনো আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ করেছে বাংলাদেশে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের টাইটেল স্পনসর হিসেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সহ টেকনো এবং বাফুফে’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই পার্টনারশিপের অংশ হিসেবে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম হংকং এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পনসর হবে টেকনো। এর আগে এ বছর অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ভুটান ও বাংলাদেশ বনাম সিঙ্গাপুর কোয়ালিফায়ার ম্যাচের স্পনসর ছিল প্রতিষ্ঠানটি।
এই পার্টনারশিপের বিষয়ে রেজওয়ানুল হক বলেন, ‘এএফসি এশিয়ান কোয়ালিফায়ার-এর অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশের ফুটবলের সাথে যাত্রা অব্যাহত রাখতে পেরে টেকনো অত্যন্ত উচ্ছ্বসিত।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের ফুটবলের জন্য টেকনো’র অব্যাহত সহায়তাকে আমরা স্বাগত জানাই। এই ধরনের পার্টনারশিপ আমাদের দেশে খেলাধুলার উন্নয়নে এবং তরুণ খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।’
উল্লেখ্য, ২০১৬ সালে ম্যানচেস্টার সিটি এফসি’র সাথে পার্টনারশিপের মাধ্যমে ফুটবলের সঙ্গে টেকনোর পথচলা শুরু হয়। এরপর টেকনো বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের সম্পৃক্ত করেছে। বর্তমানে টেকনো এএফসি ক্লাব প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হওয়ার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ এবং অ্যাফকন ২০২৫- এর এক্সক্লুসিভ স্মার্টফোন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর