
শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী আব্দুল মালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকার আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন আগত বক্তারা জানান, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মালেককে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। হামলাকারী খোকন একজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী। তার নামে ইতো পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। সে মাদকের নেশায় বুধ হয়ে সাধারণ মানুষের উপর বিভিন্ন সময় বিভিন্ন নিপীড়ন চালিয়েছে। এই ঘটনায় সুষ্ঠু ন্যায় বিচারের দাবি মানববন্ধনে আগতদের।
আহত মালেকের ভগ্নিপতি ও মামলার বাদি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে, আহত মালেকের পিতা সাইজুদ্দিন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান খান রামিল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামসুদ্দিন আহমেদ বাবু সহ মালেকের স্বজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর