
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকায় অবস্থিত ডেরা রিসোর্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়ন এবং উক্ত জায়গায় মিল ফ্যাক্টরি তৈরির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বালিয়াখোড়া এলাকার সর্বস্তরের জনগণ।
রোববার বেলা ১১টায় ডেরা রিসোর্ট গেইট সংলগ্ন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন তোজা, মানিকগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতী মুজিবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, ঘিওর মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি আ. মান্নান, মাওলানা আব্দুল মতিন, হিজুলিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আমিনুল ইসলামসহ ভুক্তভোগী এলাকাবাসীরা।
এ সময় বক্তারা বলেন, এলাকার জনগণকে ডেইরি ফার্ম নির্মাণের কথা বলে ধোঁকা দিয়ে অবৈধভাবে এই ডেরা রিসোর্ট নির্মাণ করে এখানে অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তিসহ নানা অপকর্ম করা হচ্ছে। ফলে এলাকার ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে।
বক্তারা অভিযোগ করেন, ডেরা রিসোর্ট একটি রহস্যময় প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাতে এখানে মাদক ব্যবসা, দেহ ব্যবসা ও পতিতালয়ের মতো অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন, গ্রামীণ পরিবেশ নষ্ট করে যুবসমাজকে বিপথগামী করার এমন কার্যকলাপ চলতে দেওয়া যায় না। এটি শুধু ঘিওর নয়, পুরো মানিকগঞ্জের জন্য লজ্জার বিষয়।
তাঁরা আরও বলেন, এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় নানা অপরাধ বাড়ছে। পরিবার ও সমাজের সুস্থ পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই দ্রুত রিসোর্ট বন্ধ করে মিল ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা অবিলম্বে ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন করা, ক্ষতিগ্রস্তদের জমিজমা ফেরত দেওয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
এ সময় মানববন্ধন থেকে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়। এর মধ্যে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তবে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ডেরা রিসোর্ট ভেঙে গুঁড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন শেষে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর